মোস্তফা কামাল, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতাঃ শ্যামনগরে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রস্তাবিত ৩২ধারা বিরোধিতা করে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গত ৪ ফেব্রুয়ারী শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধনে বক্তারা বলেন,সম্প্রতী প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা জনগণের বাক ও মতামত প্রকাশের অধিকারের সাংবিধানিক অধিকার এবং আন্তর্জাতিক কনভেশনের সাথে সাংঘর্ষিক, এ আইন পাশ হলে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হবে।শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকদের অংশ গ্রহনে মানববন্ধনে প্রেসক্লাব আহবায়ক কমিটির সদস্য সচিব শেখ আফজালুর রহমানের পরিচালনায় আহবায়ক গাজী সালাউদ্দীন বাপ্পী সভাপতিত্ব করেন। মানববন্ধন শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারক লিপি প্রদান করা হয়।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …