শহরের ইটাগাছা ঈদগাহ মাঠে গোপন বৈঠক! ১২ জামায়াত-শিবির কর্মী আটকের দাবী পুলিশের: মামলা দায়ের

সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা সদর থানার পুলিশ এক অভিযান চালিয়ে বিএনপি জামাতের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে  বলে দাবী করেছে। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে শহরের ইটাগাছা ঈদগাহ মাঠের মধ্যে গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। এ সময় পুলিশকে লক্ষ করে কয়েকটি ককটেল ফাটিয়ে ৫০/৬০ জন দৌড়ে পালিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬.২৫টার সময় সদর থানার অফিসার্স ইনচার্জ মারুফ আহম্মদ এর নেতৃত্বে সাতক্ষীরা থানার অফিসার ফোর্সের সমন্বয়ে সাতক্ষীরা থানাধীন ইটাগাছা ঈদগাহ মাঠের মধ্যে জামাত শিবির ও বিএনপির ৫০/৬০ জন নেতাকর্মী বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারেটেবল টাস্ট দুর্নীতি মামলাটি আগামী ফেব্রুয়ারি তারিখ রায় প্রদানের দিন বিজ্ঞ আদালত কর্তৃক ধার্য থাকায় উক্ত আদালতের রায়কে বাধা গ্রস্ত করাসহ প্রভাবিত করার লক্ষে সংঘটিত হয়ে নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত করার উদ্দেশ্যে গোপন বৈঠক করাকালে তথায় পুলিশ উপস্থিত হলে আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল ফুটাইয়া দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল হতে ১২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অজ্ঞাতনামা ৫০/৬০ জন পালিয়ে যায়। এই ঘটনায় সাতক্ষীরা থানার মামলা নং- ১২, তারিখ- ০৫/০২/২০১৮ ইং, ধারা- ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ১৫(৩)/২৫-ঘ তৎসহ ১৯০৮সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৩/৬ রুজু করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ

১। আব্দুল আজিজ (৪৫), পিতা-মৃত আব্দুল হামিদ মোল্লা, সাং-রসুলপুর, ২। বিল্লাল হোসেন (৩০), পিতা-অজেদ আলী, সাং-বালিয়াডাঙ্গা, ৩। রফিকুল ইসলাম (৬১), পিতা-মৃত ইব্রাহিম সরদার, সাং-আলীপুর দিঘীরপাড়, ৪। শেখ আব্দুল ওয়াদুদ (৪৪), পিতা-মৃত শেখ সামছুদ্দিন আহম্মদ, সাং-বাধনডাঙ্গা, ৫। সামছুল আলম (৫৪), পিতা-খোদা বক্স মোড়ল, সাং-পদ্ম শাখরা, ৬। আব্দুল আজিজ (৩৫), পিতা-মহর আলী গাজী, সাং-খলিলনগর, ৭। মোঃ শহিদুল ইসলাম (৫৩), পিতা-মৃত হামিজ উদ্দীন, সাং-জাহানাবাজ, ৮। মোঃ আজগর আলী (৩৫), পিতা-মৃত এলাহী বক্স, সাং-হাজিপুর, ৯। মোশারফ হোসেন (৪৬), পিতা-মৃত আমজাদ হোসেন, সাং-হাড়দ্দাহ, ১০। মোঃ ফজর আলী(৫২), পিং- করিম বক্স মোল্লা, সাং- ছনকা ঘোষপাড়া, সর্ব থানা-সাতক্ষীরা, ১১। হাসান মাহমুদ বাচ্চু (৩৫), পিতা-আব্দুল কাদের মোড়ল, সাং-ধানদিয়া, ১২। আছানুর জামান (৩২), পিতা-সামসুর আলী সরদার,সাং-কুশোডাঙ্গা, উভয় থানা-কলারোয়া,সর্ব জেলা-সাতক্ষীরা।

Check Also

সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা   জেলা  জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।