ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট: অবশেষে ফিলিস্তিনের আহমেদ জাররারকে গুলি করে হত্যা করেছে ইসরাইল। হত্যাযজ্ঞকে বাঁচতে তিনি পশ্চিমতীরের উত্তরাঞ্চলের একটি শহরে লুকিয়ে ছিলেন। কিন্তু ঘাতক বাহিনীর হাত থেকে শেষ পর্যন্ত রক্ষা পাননি জাররার।
মঙ্গলবার ইসরাইলের নিরাপত্তা সংস্থা শিনবেত আহমেদ জাররারকে হত্যার কথা নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, পশ্চিমতীরের উত্তরাঞ্চলীয় শহর ইয়ামাউনে জাররারকে হত্যা করা হয়। তিনি সেখানে লুকিয়ে ছিলেন।
শিনবেত জাররারকে গত ৯ জানুয়ারি পশ্চিমতীরে ইহুদি বসতির কাছে রাব্বি রাজিয়েল শেভাহ হত্যার সঙ্গে ‘সরাসরি’ জড়িত বলে উল্লেখ করেছে। এর পর থেকে ইসরাইল তাকে খুঁজছিল।