শাস্তি হলে জেল কোড অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার শাস্তি হলে ‘জেল কোড’ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

খালেদা জিয়ার সাজা হলে তাকে কোথায় রাখা হবে, সে বিষয়ে কোনো প্রস্তুতি আছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি সাবেক প্রধানমন্ত্রী, জেল কোড অনুযায়ী যেভাবে তাকে রাখার নিয়ম আমরা ঠিক সেভাবেই তাকে রাখবো। তার কী হবে তা কোর্টই (আদালত) জানেন, আমরা বলতে পারি না। তাকে রাখতে কোর্ট যেভাবে আদেশ দেবেন আমরা সেভাবেই রাখবো।’

প্রস্তুতি আছে কিনা- এ বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন যে সংস্থাগুলো আছে, অধিদফতর আছে, তারা সব সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকে।’

কোন জেলে খালেদা জিয়াকে রাখা হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘পরে আপনারা সব জানতে পারবেন। আমি স্পষ্ট করে বলেছি, কারা অধিদফতর কোথায়, কীভাবে রাখবেন- এটা তাদের ব্যাপার। তারা সব সময়ই প্রস্তুত থাকেন যে কোনো পরিস্থিতির জন্য।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, ‘সোহেলকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেনি।’

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার ভোররাতে রাজধানীর মালিবাগ থেকে হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অস্বীকার করছে।

সোহেলের নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখন পর্যন্ত কনফার্ম, আমাদের নিরাপত্তা বাহিনী তাকে (সোহেল) অ্যারেস্ট করেনি। আমি কিছুক্ষণ আগ পর্যন্ত খবর নিয়েছি। হতে পারে তিনি নিজেই আত্মগোপন করেছেন, নতুন কোনো কৌশল তিনি অবলম্বন করতে পারেন।’

বৃহস্পতিবার খালেদা জিয়ার রায় ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘কেউ যদি নাশকতা করতে চায়, কেউ যদি ভাঙচুর করতে চায়, ২০১৩-১৪ সালের মতো কেউ জ্বালাওপোড়াও করতে চায়, একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, মানুষকে জিম্মি করতে চায়, মানুষের রাস্তাঘাট বন্ধ করতে চায়, আমরা অবশ্যই সেটা প্রতিহত করবো।’

তিনি আরও বলেন, ‘জনগণের জানমাল রক্ষার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর, সেই কাজ দক্ষতার সঙ্গে নিরাপত্তা বাহিনী করতে পারবে। আমরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, এ ধরনের কোনো কিছুই হবে না। কারণ আমাদের জনগণ সেগুলো আশ্রয়-প্রশ্রয় দেয় না। জ্বালাওপোড়াও তারা বিগত দিনেও প্রত্যাখ্যান করেছে, সামনের দিনেও তাই করবে।’

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।