সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরায় পুলিশের অভিজানে বিএনপি জামায়াতের ৩৪ নেতাকর্মী সহ ৬৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ৩০ জন, এদের মধ্যে বিএনপি নেতা ২ জন,বিএনপি কর্মী ৩ জন ও জামায়াত কর্মী ১৫ জন, কলারোয়া থানার ৭ জন এদের মধ্যে বিএনপি নেতা ২ জন ও জামায়াতের কর্মী ১জন, তালা থানার ৪ জন এদের মধ্যে জামায়াত কর্মী ২ জন, কালিগজ্ঞ থানার ৮ জন এদের মধ্যে জামায়াত কর্মী ১ জন , শ্যামনগর থানার ১১ জন এদের মধ্যে জামায়াত কর্মী ২ জন ও বিএনপি নেতা ২ জন , আশাশুনি থানার ৪ জন, দেবহাটা থানর ৩ জন এদের মধ্যে জামায়াত কর্মী ১ জন ও পাটকেলঘাটা থানার ৪ জন এদের মধ্যে জমায়াত নেতা ১ জন ,বিএনপি নেতা ১ জন ও বিএনপি কর্মী ১জন।
পুলিশের ভাষ্যনুযায়ী আটককৃতরা হলেন, কলারোয়া কেরালকাতা ইউপির ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ ইউসুফ আলী(৩৫), সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম (৩৬), তেঁতুলিয়া ইউপি ছাত্রদলের সভাপতি মোঃ ওলিউর রহমান(৩০), শ্যামনগর ১০নং আটলিয়া ইউপি বিএনপির সভাপতি ছাইল উদ্দিন(৫৩) পাটকেলঘাটা খলিষখালী ইউপি ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন (৪৫), সাররুলিয়া ইউপি ৯নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী মোঃ তোহিদুল আমিন(৪৫)ও ৩৪ জন বিএনপি-জামায়াত-শিবির নেতা-কর্মীসহ ৬৮ জন বিভিন্ন মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।–
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …