কার স্বার্থ রক্ষা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: প্রশ্ন রিজভীর# হাইকোর্ট এলাকায় বিএনপিপন্থী আইনজীবী-পুলিশ মুখোমুখি

ঢাকা: আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহড়া দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টন বিএনপির বেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সকল কথা বলেন।
রিজভী প্রশ্ন রেখে বলেন, সভাসমাবেশ নিষিদ্ধ হলে বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে পুলিশ পাহারায় কারা বেপরোয়া মোটরসাইকেল মহড়া দিচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার স্বার্থ রক্ষা করছে?
এসময় রিজভী আরও অভিযোগ করেন, পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাসা, হোটেল এমনকি গলি থেকে টেনেহেঁচড়ে বের করে গ্রেপ্তার করছে। এভাবে চলতে থাকলে পুলিশ রাস্তাঘাটে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন নয়াপল্টন কার্যালয়ে অবরুদ্ধ থাকা রিজভী।

………….

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে হাইকোর্টের মাজার গেট এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
বৃহস্পতিবার সকাল ১০ টার পর থেকেই তারা এখানে অবস্থান নেন। তবে, পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়ার জন্য চেষ্টা করছে।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।