অভয়নগর প্রতিনিধি : অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়া ফকির রাস্তা সংলগ্ন বিলের মধ্য থেকে এক যুবতীর লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, পোতপাড়া বিলের মধ্যে ভুগিলহাটের মৃত হাফেজ মাকসুদুল হকের জমিতে আলামিন কতৃক চাষকৃত সরিষা ক্ষেতের মাঝে সকালে এক যুবতীকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে ভাটপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনা স্থলে বেলা ১১ টায় আসলে যুবতীর পরিচয় জানা যায়। ভাটপাড়া তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেকটার শেখ আব্দুল মান্নানের কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, যুবতীর লাশটি হল ভুগিলহাট গ্রামের সোলায়মান শেখের মেয়ে ডলি খাতুন (২২)। গত ২/৩ দিন আগে সে বাড়ি থেকে চলে গিয়ে আর ফিরে আসেনি। তিনি আরো বলেন সম্ভবত মেয়েটিকে ধর্ষণ করে নাক মুখে কসটেপ মেরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে একাধিক ব্যাক্তি দ্বারা এহত্যা কান্ড ঘটানো হতে পারে। এসময় মেয়েটির মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। এ সম্পর্কে জানতে স্থানীয় ইউপি সদস্যের কাছে মোবাইল করলে তিনি বলেন মেয়েটি এসএসসি পাশ, তবে সে চল্লিশ দিনের কর্মসুচীর অন্তর্ভুক্ত একজন শ্রমিক বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের এবং থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
