নাটোর প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের ও দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান সহ অন্যদের দশ বছরের কারাদন্ড প্রদানের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে পৃথক দু’টি বিক্ষোভ মিছিল বের করা হয়। নাটোরে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসা দলের অস্থায়ী কার্যালয়ের সামনে দিনভর বিপুল পরিমান র্যাব ও পুলিশ অবস্থান নেয়ায় দুলুর নির্দেশে স্থান পরিবর্তন করে দুপুরের আগে-পরে নাটোর শহর এবং শহরতলীতে ‘আমার নেত্রী আমার মা, জেলে যেতে দেব না’ শ্লোগান সম্বলিত ব্যানার হাতে পৃথক দু’টি বিক্ষোভ মিছিল বের করা করা হয়। বাদ জুম্মা বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস মোড় থেকে ছাত্রদল নেতা কোয়েল ও রানার নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে গুড়পট্টিতে গিয়ে শেষ হয়। এদিকে জুম্মার নামজের আগেও শহরতলীর দত্তপাড়া বাজার থেকে সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুয়েল হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দত্তপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …