ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরার শ্যামনগরে আবু বক্কর সিদ্দিক (১৯) নামে এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । শনিবার বেলা ৩টার দিকে সীমান্ত কালিন্দী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠাল বাড়িয়া গ্রামের আব্দুল গণি গাজীর ছেলে। পারিবারিক সূত্র জানায়, আবু বক্কর মাস দুয়েক আগে ভারতে গিয়েছিল কাজের জন্য। সেখানে অসুস্থ অবস্থায় বাড়ীতে ফেরার পথে ভারতীয় বিএসএফ এর ধাওয়া খেয়ে কালিন্দী নদীতে পড়ে ডুবে মারা যায়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরে ঘটনাস্থল থেকে ওই যুবকের অর্ধ গলিত ভাসমান মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …