ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় নিত্য ঘোষ নামে এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পারুলিয়া গার্লস স্কুলের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিত্য ঘোষ একই উপজেলার জগন্নাথপুর গ্রামের শিবনাথ ঘোষের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভ্যানে করে দুধ নিয়ে দেবহাটায় যাচ্ছিলেন নিত্য ঘোষ। পথিমথ্যে পারুলিয়া গার্লস স্কুলের সামনে পৌছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Check Also
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …