সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা পুলিশের অভিযানে ৮ জন বিএনপি-জামায়াত নেতা-কর্মীসহ ৩৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক কৃতদের মধ্যে পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউপি যুবদলের সাবেক সহ-সভাপতি এরশাদ হোসেন মিলন রয়েছে। এছাড়া সাতক্ষীরা সদর থানার ৯জন এদের মধ্যে জামায়াত কর্মী ৫জন, কলারোয়া থানার ৪জন, তালা থানার ২জন, কালিগজ্ঞ থানার ৫জন, শ্যামনগর থানার ৪জন, আশাশুনি থানার ৪জন, দেবহাটা থানর ৫জন ও পাটকেলঘাটা থানার ৫জন এদের মধ্যে বিএনপি নেতা ১জন ও জামায়াত কর্মী ২জন।জেলা পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …