শেখ কামরুল ইসলাম : সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, ৩৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. মোস্তাফিজুর রহমান পিএসি, ১৭ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মো. আব্দুল্লাহ আল-মামুন এএসপিপি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ. সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক মোজাম্মেল হক, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সড়ক ও জনপদ সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, শামনগর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, কালিগজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দিন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, বিআরটিএ’ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা বাকসিস এর সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, জেলা হিন্দু বৈদ্ধ্য ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জী, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু প্রমুখ। জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সদ্য জার্মানীতে বিশ^ সন্ত্রাস বিরোধী সংগঠনের সেমিনারে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করায় সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়। জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বাজারে কিছু গাইড বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সুকৌশলে বিকৃতি করা হয়েছে। ঐসব অসাধু বইয়ের লেখক ও বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন নির্দোষ ব্যক্তি যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা অযথা হয়রানীর শিকার না হয়। সাতক্ষীরা পৌরসভা অতিরিক্ত ইজিবাইকের অনুমোদন দেওয়ায় শহরে চরম যানজটের সৃষ্টি হয়েছে এর বিরুদ্ধে কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ করা হবে ও অভিযান পরিচালনা করা হবে। পুলিশ আগের থেকে অনেক জবাবদিহীতার মধ্যে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষার সুবিধার্তে সদরের শহর এলাকায় ১শ’২৫ টি সিসি ক্যামেরা ফেব্রুয়ারির মধে স্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলার থানা ওয়ারী মামলা অনুযায়ী জানুয়ারি ২০১৮ মাসে মামলা হয়েছে ১শ’ ৯৮টি মামলা হয়েছে। ডিসেম্বর-২০১৭ মাসে মামলা ছিল ১শ’ ৬৬টি। তুলনামুলকভাবে মামলার সংখ্যা কমেছে। জানুয়ারি-২০১৮ মাসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মামলা হয়েছে ৯৭টি ও ডিসেম্বর-২০১৭ মাসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মামলা হয়েছিল ৫৩টি। এসময় সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার
Check Also
লক্ষ টাকার ৮ দলীয় নলতা শরীফ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত
মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা):-সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল প্রাঙ্গনে বন্ধু মহলের আয়োজনে …