অভয়নগর প্রতিনিধি : অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়া থেকে উদ্ধারকৃত ভূগিলহাটের সলেমান শেখের মেয়ে ডলি খাতুনের (২৫) উদ্ধারকৃত লাশের দাফন গত শনিবার বিকাল ৫টায় পারিবারিক গোরস্থানে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়। এ সময় পরিবারের সদস্যরা বিমর্ষ হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং এলাকার শত শত নারী পুরুষের সমাগম ঘটে এবং তারা হতবিহ্বল হয়ে পড়েন। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি ডলিকে ধর্ষন করে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পোতপাড়ার আলামিনের সরিষা ক্ষেতে ফেলে রেখে যায়। পরে পুলিশ ময়না তদন্তের জন্য যশোর পাঠালে গত শনিবার লাশ বাড়ি নিয়ে আসলে তার জানাযা সম্পন্ন করা হয়। এদিকে ডলি’র পরিবারের প্রতি সমবেদনা ও নিঃশংস হত্যার বিচার চেয়ে বিবৃতি দিয়েছেন বাঘুটিয়ার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা সোলায়মান বিশ্বাস, উপজেলা আ’ লীগ নেতা বাঘুটিয়ার সাবেক সাধারণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস, বাঘুটিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মল্লিক শওকত হোসেন, ইউনিয়ন শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুম শিকদার, সেক্রেটারী মুরাদ হোসেন রুবেল, ইউপি সদস্য রোজিনা খাতুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আকিজ উদ্দিন,সেক্রেটারী মারুফুল ইসলাম।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …