ঝালকাঠিতে ৩২ধারা বাতিলের দাবীতে সংাবাদিকদের মানববন্ধন

ঝালকাঠি সংবাদদাতাঃ ৩২ ধারা বাতিল ও পেশাদার সাংবাদিকদের তালিকা প্রনয়ন সহ ১৪ দফা দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন।
সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বেলা ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মফস্বল সাংবাদিক ফোরাম ঝালকাঠি জেলা শাখার সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, বিএমএসএফ ঝালকাঠি জেলা শাখার সহসভাপতি শফিউল আজম টুটুল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিম, নির্বাহী সদস্য ও পজিটিভ নিউজের সম্পাদক আমিনুল ইসলাম লিটন তালুকদার, ঝালকাঠি বারের আইনজীবী এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সাংবাদিক সংস্থার ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএম রাজ্জাক পিন্টু ও বিএমএসএফের ক্রীড়া সম্পাদক বাবুল মিনা প্রমুখ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেছেন দৈনিক অজানা বার্তা সম্পাদক এসএম রহমান কাজল ও দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, দৈনিক দাবানল’র সম্পাদক নজরুল ইসলাম।

 

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।