সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা পুলিশের অভিযানে শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক আমীর এবং সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম(৬৫) ও ৩ জন জামায়াত নেতাকর্মী সহ ৪১ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছে, সাতক্ষীরা সদর থানার ১২ জন এদের মধ্যে জামায়াত কর্মী ২ জন, কলারোয়া থানার ৫ জন, তালা থানার ২জন, কালিগজ্ঞ থানার ৭ জন, শ্যামনগর থানার ৫জন এদের মধ্যে জামায়াত নেতা ১ জন, আশাশুনি থানার ৫জন, দেবহাটা থানর ৩ জন ও পাটকেলঘাটা থানার ২জন ।
জেলা পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …