নাটরে পুড়ে ও চাপায় দুই জন নিহত

নাটোরে বাস চাপায় নারী নিহত
নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় রেখা বেগম (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে নলডাঙ্গা পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেখা বেগম উপজেলার ব্রক্ষ্মপুর গ্রামের আশরাফ আলীর স্ত্রী। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মোস্তফা কামাল জানান, রাজশাহীগামী রাজকীয় পরিবহনের একটি যাত্রীবাহি বাস সকালে মাধনগর থেকে রওনা দেয়। বাসটি নলডাঙ্গা বারনই ব্রীজের ওপরে এলে ব্রেক ফেইল করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি নলডাঙ্গা পৌরসভা মোড়ে রেখা বেগম নামে পথচারীকে চাপা দেয়। এতে সে গুরতর আহত হয় । স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নাটোরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আগুনে পুড়ে বেলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত নয়টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামে এই মমার্ন্তিক ঘটনা ঘটে। নিহত বেলা বেগম একই গ্রামের মৃত আব্দুল কাদেরের স্ত্রী। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বেলা বেগম প্রতিদিনের মত রাত ৮ টার দিকে তার ছোট ছাপড়া ঘরে কয়েল জ্বালিয়ে শুয়ে পড়ে। কোন এক সময় তার ঘরে আগুন ধরে যায়। এসময় ঘুমন্ত বেলা বেগম অগ্নিদগ্ধ হয়। প্রতিবেশীরা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা আশঙকাজনক হওয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাকে রাজশাহী নিয়ে যাওয়ার মহুর্তে বেলা মারা যায়। কর্তব্যরত চিকিৎসক নওরি নুজহাত বলেন,বৃদ্ধার শরীরের ৮০ শতাংশ পোড়ে যায়। বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধা নিঃসন্তান। কয়েলের আগুনে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।