সাতক্ষীরায় গ্রাম পুলিশ সদস্যদের মানববন্ধন ও স্বারকলিপি পেশ

সাতক্ষীরা সংবাদদাতাঃ  স্থানীয় সরকার মন্ত্রণালয়ধীন ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণীর কর্মচারিদের ন্যায় সমস্কেল বাস্তাবায়নের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টার সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখা এ মানববন্ধন কর্মসুচি পালন করে।

মানববন্ধনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, কালিগঞ্জ শাখার সভাপতি আব্দুল মাজেদ, কলারোয়া শাখার সভাপতি এজাহার আলি, শ্যামনগর শাখার সভাপতি আবুদল জলিল, তালার সভাপতি জালাল উদ্দিন, পাটকেলঘাটার সভাপতি শীবপদ দাশ, ফারুক হোসেন, আব্দুস সামাদ, মোহর আলী প্রমুখ।

 

বক্তারা বলেন, বাংলাদেশে ৪৬ হাজার ৮শত ৭০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্থানীয় আইন শৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বৃটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা বিরামহীন ভাবে কাজ করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অধিনস্থ কর্মচারি হওয়া সত্বেও অদ্যবধি কোন বেতন স্কেল বাস্তবায়ন হয় নাই। বক্তারা অভিলম্বে গ্রাম পুলিশ সদস্যদের ৪র্থ শ্রেণীর কর্মচারিদের ন্যায় বেতন স্কেল বাস্তবায়নের দাবী জানান।

Check Also

সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা   জেলা  জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।