ক্রাইমবার্তা রিপোর্ট:ঢাকা: গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে রুদ্ধদ্বার এই বৈঠক করেন দিলটির সিনিয়র নেতারা। বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে পেশাজীবীরা বিএনপি নেতৃত্বকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিএনপি সমর্থক পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে দলের সিনিয়র নেতারা যখন বৈঠক করছিলেন তখন লন্ডন থেকে যোগ দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। “লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে বক্তব্য রাখেন।”
বৈঠক সূত্রে জানা গেছে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক বিএনপির সম্মেলনেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন। এছাড়া বিভিন্ন সভায় টেলিফোনে তার বক্তব্য লাউড স্পিকারে শোনানোও হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি আদালত সাজার রায় দেওয়ার পর খালেদা জিয়া বন্দি হলে ভাইস চেয়ারম্যান তারেক রহমান পদাধিকার বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন।
বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যাপক সদরুল আমিন, আ ফ ম ইউসুফ হায়দার, সাহিদা রফিক, তাজমেরী এ ইসলাম, ফিরোজা খাতুন, আখতার হোসেন খান, সেলিম ভুঁইয়া, চিকিৎসক আবুল কায়েস ভুঁইয়া, সিরাজউদ্দিন আহমেদ, আবদুল মান্নান মিয়া, একেএম আজিজুল হক, আবদুল কুদ্দুস, ফরহাদ হালিম ডোনার, ফাওয়াজ হোসেন শুভ, জাহানারা বেগম, প্রকৌশলী আ ন হ আখতার হোসেইন, আবদুল হালিম, রিয়াজুল ইসলাম রিজু, কৃষিবিদ ইবরাহিম মিয়া, আনোয়ার উন নবী মজুমদার বাবলা, শামীমুর রহমান শামীম, সাংবাদিক শওকত মাহমুদ, রহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, বাকের হোসাইন, কণ্ঠশিল্পী মনির খান।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী। ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও বৈঠকে ছিলেন।