শেখ কামরুল ইসলাম : সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুভাষ চন্দ্র সাহা। সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জাকির হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এন এম ময়নুল ইসলাম প্রমুখ। এরআগে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ উপলক্ষ্যে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। র্যালিতে বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন স্থরের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা।