মসিয়াররহমান কাজল, বেনাপোল:
বেনাপোল পোট থানার ধান্যখোলা সীমান্ত থেকে শুক্রবার সকালে পরিত্যক্ত অবস্থায় ২০ টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বিজিবি জানায় ধান্যখোলা সীমান্ত দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ধান্যখোলা গ্রামের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা কালে কয়েক জন স্বর্ন পাচারকারী একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পোটলাটি ক্যাম্পে নিয়ে তার মধ্য তল্লাশি করে ২০ টি বার পাওয়া যায় ।
বেনাপোল ধান্যখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম ২০ টি সোনার বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত সোনা বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে ।
বেনাপোল সীমান্তে ২০ নারী-পুরুষ ও শিশু আটক।
বেনাপোল প্রতিনিধি
অবৈধভাবে ভারত থেকে ফিরে যশোরে যাওয়ার পথে ২০ নারী-পুরষ ও শিশু আটক করেছে বেনাপোল আমড়াখালি চেকপোস্টর বিজিবি সদস্যরা ।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল যশোর সড়কের আমড়াখালি চেকপোস্ট’ থেকে তাদেরকে আটক করা হয়।আটকদের বাড়ি বাগেরহাট, নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক জানান,গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে যশোরের দিকে যাবে । এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালি চেকপোস্টের নায়েব সুবেদার মিজানুর রহমান সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৬ জন পুরুষ ৭ জন নারী ও ৭ শিশু আটক করে ।তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। #