ক্রাইমবার্তা রিপোট:পাওনা ১০০ টাকার জন্য সাতক্ষীরার কলারোয়ার হেলাতলায় চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন (৩০) একজন ভ্যানচালক । হেলাতলা গ্রামের হাসান দফাদারের ছেলে তিনি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বিপ্লব কুমার নাথ ভয়েস অব সাতক্ষীরাকে জানান রুবেলের সাথে তার চাচাতো ভাই আবু সাঈদের ১০০ টাকা পাওনা নিয়ে বিরোধ ছিল। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু সাঈদ তাকে প্রথমে কয়েক দফা ইট ছুড়ে মারে । পরে সে তার গলায় ধারালো ছুৃরি বসিয়ে দেয় ।
গুরুতর আহত অবস্থায় গ্রামবাসী রুবেলকে প্রথমে কলারোয়া হাসপাতালে নিয়ে আসে। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
ওসি জানান ঘাতক আবু সাঈদকে গ্রেফতার করার চেষ্টা চলছে। আবু সাঈদ এবারের এইচএসসি পরিক্ষার্থী । একই গ্রামের আফসার দফাদারের ছেলে সে।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …