ইরানের পার্বত্য অঞ্চলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:    ইরানের রাজধানী তেহরান থেকে দেশটির ইয়াসুজ শহরে যাওয়ার সময় ৬০ যাত্রীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, রোববার সেমিরন শহরের কাছাকাছি জাগরোস পাহাড়ি অঞ্চলে বিমানটি ভেঙে পড়েছে। -খবর বিবিসি অনলাইন।

খারাপ আবহাওয়ার কারণে জরুরি উদ্ধারকাজে নিয়োজিত বিমান দুর্ঘটনাস্থলে যেতে পারছে না। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিমানটি আসিম্যান এয়ারলাইনসের এটিআর ৭২-৫০০ বিমান হবে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের জরুরি বিভাগের এক মুখপাত্র বলেছেন, সব জরুরি বাহিনীগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও ছয় ক্রু ছিলেন।

Check Also

শেখ হাসিনার ভাইরাল অডিওর নির্দেশনা বাস্তবায়ন, গ্রেপ্তার ১০

শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।