* কোন ব্যক্তি যতক্ষণ জ্ঞানার্জনের পথে থাকে ততক্ষণ সে জ্ঞানী, যখনই সে নিজেকে আলেম বলে মনে করে তখনই সে জাহেল হয়ে যায়:আব্দুল্লাহ বিন মুবারাক

মুসলিম মনীষীদের বাণীঃ আব্দুল্লাহ বিন মুবারাক (রাহিমাহুল্লাহ)

* কোন ব্যক্তি যতক্ষণ জ্ঞানার্জনের পথে থাকে ততক্ষণ সে জ্ঞানী, যখনই সে নিজেকে আলেম বলে মনে করে তখনই সে জাহেল হয়ে যায়।

 

* নু’আইম ইবন হাম্মাদ বলেনঃ

আবদুল্লাহ ইবন মুবারাককে (রাহিমাহুল্লাহ) একবার প্রশ্ন করা হয়েছিলো, “হে আবু আবদ আর-রাহমান, আপনি প্রায়ই ঘরে একা একা কেন বসে থাকেন?”

তিনি উত্তর দিয়েছিলেন, “আমি কি একা থাকি? আমি তো থাকি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তার সাহাবাদের সাথে।” (অর্থাৎ তিনি হাদিস অধ্যয়ন করতেন)

[ইবন ‘আসাকির, তারিখ দিমাশক, ৩২/৪৫৮]

 

 

Check Also

কালিগঞ্জে ভোক্তা অধিকার দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।