রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌর ছাত্রলীগের বিজয় মিছিলকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ১৮ই ফেব্রুয়ারী বিকালে এঘটনায় ৩ ছাত্রলীগ কর্মী আহত হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার সুত্রমতে, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল রানার নেতৃত্বে সভাপতি আলেক ও জিমিকে সাধারণ সম্পাদক করে ৯ই জানুয়ারী পৌর কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সভাপতি আলেকের তথ্যমতে, কতিপয় ছেলে আমাদের কমিটিকে অমান্য করে তারা শামিমকে সভাপতি ও বাপ্পিকে সম্পাদক করে ২ই ফেব্রুয়ারী নতুন ভাবে মনগড়া পৌর কমিটি গঠন করে। শামিম বাপ্পির নব গঠিত বিজয় মিছিলকে কেন্দ্র করে উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘটনায় লেলিন সাব্বির সহ ৩ জন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
থানা অফিসার ইনচার্জ আঃ মান্নান জানান, পৌর ছাত্রলীগের কমিটির দ্বন্দ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …