বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নাটোরে বিএনপির স্মারকলিপি প্রদান

মোঃ রিয়াজুল ইসলাম;নাটোর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আইনী সহয়তায় মুক্তকরণে দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে দলের পক্ষ বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা, বানোয়াট এবং যড়ষন্ত্রমূলক মামলায় পাঁচ বছরের জেলের রায় দিয়ে ঢাকার পুরাতন কারাগারে বন্দি রেখে তার প্রতি অবিচার ও মানবাধিকার লংঘন করা হয়েছে। তাতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি ও সেনা প্রধান এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া তিনবার বাংলাদেশের পাঁচটি করে আসনে বিজয়ী হয়ে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী সম্মানীত একজন মহিলাকে এভাবে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখার তীব্র প্রতিবাদ জানানো হয়। স্মারকলিপিতে বলা হয় দলীয় সভানেত্রীকে জেলে রেখে বিএনপি কোনভাবেই নির্বাচনে যাবেনা। বেগম জিয়া সহ সকল রাজবন্দীকে নিঃশর্ত মুক্তি দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবী জাননো হয়। আইনী লড়াইয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো নাটোরেও শান্তিপূর্ণভাবে সব আন্দোলন কর্মসুচি পালন করা হচ্ছে। এই আন্দোলনে আটক নেতাকর্মীদেও মুক্তি সহ সব ধরনের পুলিশী নির্যাতন বন্ধ করার আহবান জাননো হয়। স্মারকলিপি প্রদানের সময় নাটোর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম বাচ্চু, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগাম সম্পাদক অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন তালুকদার টগর, গুরুদাসপুর উপজেলার বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাখাওয়াত হোসেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল কাদের এবং লালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ পাপ্পু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।