সাতক্ষীরা পুলিশের অভিযানে বিএনপি জামায়াতের নেতা-কর্মীসহ আটক ৪১

সাতক্ষীরা সংবাদদাতাঃসাতক্ষীরা পুলিশের অভিযানে পাটকেলঘাটা থানার হারুন অর রশীদ কলেজ এর সাবেক ছাত্রদল সহসভাপতি মোঃ আবুল কাশেম (৪৩) দেবাহাটা থানার নওয়াপাড়া ইউপি’র ৭ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোঃ আহসান উল্লাহ (৩৪)ও ৬ জন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ ৪১ জন বিভিন্ন মামলার আসামীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৮০ পিচ ইয়াবা, ১২ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা, ৫ কেজি ভারতীয় জিরা ও ৫ কেজি পলিথিন এবং ১টি ১৩৫ সিসি ডায়াং মটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে,সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়া থানা ৪ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ৫ জন,শ্যামনগর থানা ৫ জন,আশাশুনি থানা ৪ জন,দেবহাটা থানা ২ জন ,পাটকেলঘাটা থানা ৬ ও ডিবি কর্তৃক ২ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন-আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।