নাটোরে স্বল্প সুদে মুক্তিযোদ্ধাদের ঋণের চেক বিতরণ
নাটোর প্রতিনিধি
নাটোরে স্বল্প সুদে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার নাটোর সোনালী ব্যাংক চত্তরে বঙ্গবন্ধু পরিষদ প্রিন্সিপাল কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঋনের চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের কারণেই আজ বাংলাদেশ নামে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আগে এই মুক্তিযোদ্ধাদের দেয়া হতো সামান্য হতদরিদ্র ভাতা আর বর্তমান শেখ হাসিনার সরকার তা পরিবর্তন করে মুক্তিযোদ্ধাদের সম্মানী হিসেবে ১০ হাজার করে টাকা দেয়া হচ্ছে। এর পরেও সরকার সে ভাতা বৃদ্ধিরও চেষ্টা করছেন। এসময় তিনি বলেন, আগামীতে জাতীয় সংসদে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির জন্য তিনি প্রস্তাব নিয়ে আসবেন। শফিকুল ইসলাম শিমুল এমপি মুক্তিযোদ্ধাদের স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নৌকায় সমর্থন দেয়ার আহবান জানান। বঙ্গবন্ধু পরিষদের সোনালী ব্যাংককের প্রিন্সিপাল কমিটির সভাপতি নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তৃাজা আলী বাবলু এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সোনালী ব্যাংক নাটোর প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক দীপক কুমার ঘোষ, সহকারী মহাব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম, নাটোর জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আব্দুর রউফ সরকার, মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, নাটোর জেলা মহিলা লীগের সভানেত্রী রতœা আহমেদ এবং বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক প্রিন্সিপাল কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান খাজা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মোট ৫৬জন সদস্যকে শতকরা সাত ভাগ সূদে তিন লাখ টাকা করে মোট এক কোটি ৬৮ লাখ টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়।
নাটোরে একুশের বই মেলা শুরু
নাটোর প্রতিনিধি
নাটোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের বই মেলা শুরু হয়েছে। সোমবার প্রধান অতিথি হিসেবে কানাইখালী মাঠে আয়োজিত পাঁচদিন ব্যাপী এই বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ড. চিত্তলেখা নাজনীন ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট রাজ্জাকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তৃাজা আলী বাবলু, বিশিষ্ট সাহিত্য সেবী অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায় ও নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি মোঃ আব্দুল ওহাব। জেলা প্রশাসন আয়োজিত এই মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে মোট ১০১টি স্টল দেয়া হয়েছে। মেলা চত্বওে প্রতিদিন বিকেলে আলোচনা সভার এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।
নাটোরে প্রশ্নপত্রের উত্তর তৈরির সময় শিক্ষক আটক
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে পরীক্ষার রুম থেকে ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিষয়ের প্রশ্ন দেখে অফিস কক্ষে গিয়ে উত্তর তৈরির সময় মতিউর রহমান নামে শিক্ষককে আটক করা হয়েছে। তিনি লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং উপজেলার বড়বড়ীয়া গ্রামের আজিজুল খলিফার ছেলে। সোমবার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ের প্রশ্ন দেখে এসে পরীক্ষার্থীদের মাঝে উত্তর সরবরাহের উদ্দেশ্যে অফিস কক্ষে বসে উত্তর তৈরি করছিলেন মতিউর রহমান। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে উত্তরপত্র সহ হাতে-নাতে শিক্ষক মতিউর রহমানকে আটক করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। আটক শিক্ষককে লালপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আসাদুজ্জামান লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পরীক্ষার হল থেকে প্রশ্ন দেখে এসে পরীক্ষার্থীদের মাঝে সরবরাহের উদ্দেশ্যে উত্তর তৈরি করছিলেন মতিউর রহমান। এ অপরাধে তাকে আটক করে লালপুর থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।