ক্রাইমবার্তা রিপোট: কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধা মা ও তার মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের পুটিয়া গ্রামে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২ টার দিকে পুটিয়া গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী আছিরন বিবি (৮০) ও তার প্রতিবন্ধী মেয়ে আলেয়া খাতুন (৫৫) তার বাড়ির পাশের জৈনক রফিকুল ইসলামের পুকুরে গোসল করতে যান। পরবর্তীতে রফিকুল ইসলাম বৃদ্ধা আছিরন বিবি ও তার মেয়েকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি তাদেরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপ-পরিদর্শক মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এব্যাপারে আছিরন বিবির ছেলে আব্দুল গফুর গাজী বাদী হয়ে থানায় একটি আপমৃত্যু মামলা দায়ের করেছেন (মামলা নং-০৮, তারিখ: ১৯/০২/২০১৮ খ্রিষ্টাব্দ)।
Check Also
বড়দল সেন্ট জেভিয়ার্স চার্চের প্রধান ফাদার বাবুল বৈরাগীর সাথে জামায়াত নেতা মুহাদ্দিস রবিউল বাশারের সৌজন্য সাক্ষাৎ
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনে।।বুধবার(২৫ ডিসেম্বর) ক্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-৩ আসনের এমপি প্রার্থী …