ক্রাইমবার্তা রিপোট: কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধা মা ও তার মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের পুটিয়া গ্রামে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২ টার দিকে পুটিয়া গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী আছিরন বিবি (৮০) ও তার প্রতিবন্ধী মেয়ে আলেয়া খাতুন (৫৫) তার বাড়ির পাশের জৈনক রফিকুল ইসলামের পুকুরে গোসল করতে যান। পরবর্তীতে রফিকুল ইসলাম বৃদ্ধা আছিরন বিবি ও তার মেয়েকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি তাদেরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপ-পরিদর্শক মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এব্যাপারে আছিরন বিবির ছেলে আব্দুল গফুর গাজী বাদী হয়ে থানায় একটি আপমৃত্যু মামলা দায়ের করেছেন (মামলা নং-০৮, তারিখ: ১৯/০২/২০১৮ খ্রিষ্টাব্দ)।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …