সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে মা ও মেয়ের মৃত্যু

ক্রাইমবার্তা রিপোট:  কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধা মা ও তার মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের পুটিয়া গ্রামে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২ টার দিকে পুটিয়া গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী আছিরন বিবি (৮০) ও তার প্রতিবন্ধী মেয়ে আলেয়া খাতুন (৫৫) তার বাড়ির পাশের জৈনক রফিকুল ইসলামের পুকুরে গোসল করতে যান। পরবর্তীতে রফিকুল ইসলাম বৃদ্ধা আছিরন বিবি ও তার মেয়েকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি তাদেরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপ-পরিদর্শক মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এব্যাপারে আছিরন বিবির ছেলে আব্দুল গফুর গাজী বাদী হয়ে থানায় একটি আপমৃত্যু মামলা দায়ের করেছেন (মামলা নং-০৮, তারিখ: ১৯/০২/২০১৮ খ্রিষ্টাব্দ)।

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।