ক্রাইমবার্তা রিপোর্ট: নবজীবনের উদ্দোগে কেন্দ্রীয় ও নিজস্ব শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, চিত্রাঙ্কন ,উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা,পুরস্কার বিতরন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে নবজীবন,নবজীবন ইনন্সটিটিউট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্দ্যোগে মধ্যরাতে ব্যানার ও পুষ্পমাল্য সহকারে একটি বর্নাঠ্য র্যালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে দিনের প্রথম প্রহর ১২.০১ মিনিটে সাতক্ষীরা জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি নবজীবনের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় নবজীবনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও নবজীবন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ,জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,নবজীবনের আইন উপদেষ্টা এ্যাড. এস,এম মোফাজ্জেল হোসেন, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মীর ফখরউদ্দীন আলী আহমেদ,সামসুল আলম খান ,অহিদুজ্জামান খান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, একুশে ফেব্রুয়ারি ইতিহাসের সেই গৌরবোজ্জ্বল সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার ্রপ্রতিষ্ঠার মধ্যে সীমিত ছিল না। এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে ছিল আমাদের স্বাধিকার ও আত্মপরিচয়ের প্রত্যয়। বায়ান্নর ভাষা আন্দোলনের পথ ধরেই ১৯৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করার পর পৃথিবীর প্রায় সব দেশ এই দিবসটি আনুষ্ঠানিকভাবে উদ্যাপন করে থাকে মাতৃভাষার মর্যাদার স্মারক হিসেবে। ফলে একুশে ফেব্রুয়ারির মহিমা দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। এটি নিঃসন্দেহে আমাদের গৌরব ও আনন্দের বিষয়।তিনি আরো বলেন নবজীবন সাতক্ষীরার একটি অণ্যতম বেসরকারী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। কারন প্রতিষ্টানটি সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে জাতীয় এবং অণ্যান্য সকল অনুষ্টান গর্বের সাথে পালন করে থাকে। আলোচণা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …