‘দেশ মাতা’ খালেদা জিয়ার মুক্তির দাবিতে কারাগারের সামনে শিশুদের মানববন্ধন

ক্রাইমবার্তা রিপোর্ট: ঢাকা: ‘দেশ মাতা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই’- লেখা প্লে-কার্ড বুকে ঝুলিয়ে পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়কে পুরান কেন্দ্রীয় কারাগারের সামনে মানববন্ধন করছে শিশু-কিশোররা।

শুক্রবার বেলা ১২টায় এ মানববন্ধন করতে দেখা গেছে। এ সময় শিশুদের মায়েরাও উপস্থিত ছিলেন।

নির্জন এই কারাগারের ভেতরের একটি কক্ষে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দুর্নীতির একটি মামলায় দুবারের সাবেক সফল এই প্রধানমন্ত্রীকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে এ কারাগারে রাখা হয়েছে।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।