ক্রাইমবার্তা রিপোর্ট:খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, “বিএনপি তাদের নেত্রী খালেদা জিয়াকে ‘বেশি দিন’ কারাগারে রাখতে এবং দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে ষড়যন্ত্র করছে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম একথা বলেন।
তিনি বলেন, “দুদকের আইনজীবীকে সময়মত আপিল ও জামিন আবেদনের কপি সরবরাহ করা হলে বৃহস্পতিবারই খালেদা জিয়ার জামিন হয়ে যেত।”
“আজকে খালেদা জিয়া কারাগারে, আমার নেত্রী যদি কারাগারে থাকত, তবে যত দ্রুত সম্ভব তার মুক্তি কামনা করতাম, দ্রুত মামলা লড়তাম। কিন্তু বিএনপি নেতৃবৃন্দ অহেতুক, যাতে করে বেশি দিন বিএপি নেত্রী কারাগারে থাকে, সেই ষড়যন্ত্র করার চেষ্টা করছে।” বলেন কামরুল।
তিনি আরও বলেন, “২০০৮ সালে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার বহু আগেই শেষ করা যেত। কিন্তু বিএনপির আইনজীবীরা ‘পরিকল্পিতভাবে’ মামলাটি বিলম্বিত করেছে, যাতে নির্বাচনের বছরে ‘বিশৃঙ্খল পরিবেশ’ সৃষ্টি করা যায়।”