২২ ফেব্রুয়ারি ২০১৮ বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ আলাউদ্দিন মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
উক্ত বিশেষ সাধারণ সভায় গত ১৩ ফেব্রুয়ারি ২০১৮ রাতে সাতক্ষীরা সদর থানার ওসির কক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ সাংবাদিকদের সাথে পুলিশের সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তারের অশোভন আচরণ এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরি, সিনিয়র সাংবাদিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, জিএম মনিরুল ইসলাম মিনি, আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, মোজাফ্ফর রহমান, মোস্তাফিজুর রহমান উজ্জল, এড. ড. দিলীপ কুমার দেব, আ ন ম আবু সাঈদ, গোলাম সরোয়ার, মোশারফ হোসেন, আব্দুল জলিল, কালি দাস কর্মকার, রামকৃষ্ণ চক্রবর্তী, মনিরুল ইসলাম মনি, আবুল কাশেম, মো. শহীদুল ইসলাম, সেলিম রেজা মুকুল প্রমুখ। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী।
সভায় সর্বসম্মতিক্রমে উক্ত অশোভন আচরণের ঘটনার সন্তোষজনক সমাধান না হওয়ায় নি¤œলিখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত ১. অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তারের অশোভন আচরণের সন্তোষজনক সমাধান না পর্যন্ত সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত যে কোন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত ২. জেলা পুলিশের যে কোন ইতিবাচক খবরে অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তারের নাম বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত ৩. অতিরিক্ত পুলিস সুপার মেরিনা আক্তারকে সাংবাদিকসহ সাধারণ মানুষের সাথে আরো সহনশীল আচরণ করার জন্য পুলিশের উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
Check Also
এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার
সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …