ভাত চুরি করায় ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:    ভাত চুরির অভিযোগে এক আদিবাসী যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। মারপিটের সময় অনেকে সেলফিও তুলেছেন। ভারতের কেরালা রাজ্যের আত্তাপাড়ি জেলায় এ ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম মধু (৩০)। মানসিক ভারসাম্যহীন। তিনি বনে-জঙ্গলে ঘুরে বেড়াতেন। কোনও দিন খাবার জুটলে খেতেন, না পেলে ভুখা পেটেই দিন পার হতো। নয় মাস আগে ওই যুবক বাড়ি ছাড়েন।

বৃহস্পতিবার আত্তাপাড়ি এলাকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ব্যাপকভাবে করে ছড়িয়ে পড়ে। এক আদিবাসী যুবককে গাছে বেঁধে মারা হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে সেই ভিডিওতে। মারের সময় যত কাতর হচ্ছেন আদিবাসী যুবক, উত্তেজনা-উল্লাস ততই বাড়ছে তাকে ঘিরে। যারা মারধর করছিল তাদের কেউ কেউ ভিডিও করছিল। আবার কেউ ওই যুবকের সামনে দাঁড়িয়ে নির্বিকারে সেলফি তুলছিলেন। পরে জানা যায়, বেধড়ক মারধরের পর মধুকে পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর জখম মধুকে যখন হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ, তখন তার রক্তবমি শুরু হয়। তারপরেই মৃত্যু হয়।

কেরালা পুলিশের ডিজি লোকনাথ বেহরা অপরাধীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “চুরির ঘটনা ঘটলেও অপরাধীকে পুলিশের হাতে তুলে দেয়া উচিত। আইনকে হাতে নেয়া কখনোই উচিত নয়। পিটিয়ে হত্যা করার মতো ঘটনা কেরালার সমাজের সঙ্গে খাপ খায় না। এটা সত্যিই দুর্ভাগ্যজনক একটা ঘটনা। সংযত হওয়া উচিত মানুষের।”

Check Also

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।