ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
আহতদের মধ্যে ১৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা ঈশ্বরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর হোসেনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার মাঝিয়াকান্দি গ্রামের রতন মিয়া (২৮), নান্দাইল উপজেলার হাবিব মিয়া (৩৫), জামালপুর জেলার হাসিনা খাতুন (৭৫)।
পুলিশ জানিয়েছে, বাসটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের ভৈরব যাচ্ছিল। পথে চর হোসেনপুর নামকস্থানে একটি সাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী রতনসহ তিনজন নিহত হন। আর ঈশ্বরগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর একজন মারা যান।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। তাদের মধ্যে ১৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
-0–
নাটোরের গুরুদাসপুরে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার হাটিকুমরুল মহাসড়কের রানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসুন্নুর এ তথ্য নিশ্চিত করেছেন।