ক্রাইমবার্তা রিপোর্ট::গত ২৩ ফেব্র“য়ারি ২০১৮ তারিখ আনুমানিক বেলা ২টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের সিজি আউটপোস্ট নলিয়ান এর একটি টহল দল খুলনা জেলার দাকোপ থানার কালাবগি ফরেস্ট অফিস সংলগ্ন ঝনঝনিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত স্থান হতে জবাইকৃত হরিণের চামড়া ১টি এবং হরিণের মাথা ১টি উদ্ধার করে। কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট এম সেলিম বিশ্বাস জানান, কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত হরিণের চামড়া এবং মাথা কালাবগি ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
