ক্রাইমবার্তা রিপোর্ট:‘আত্মশক্তি অর্জই শিক্ষার উদ্দেশ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় অর্কিড ডিজিটাল লার্নিং পয়েন্ট’র শুভ উদ্বোধন এবং বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের সুলতানপুর ০৪ নং ওয়ার্ডে কোচিং প্রাঙ্গণে অর্কিড ডিজিটাল লার্নিং পয়েন্ট’র ইংরেজি শিক্ষক রাম কুমার বিশ^াসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সুশিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজকে আলোকিত করতে হবে। পাঠ্য শিক্ষার সাথে সাথে নৈতিকতার শিক্ষা গ্রহণ করতে হবে। সামনে এগিয়ে যেতে হলে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। তাহলে আসবে সফলতা। বাংলা শিক্ষার পাশা পাশি ইংরেজি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। কারণ ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান ও বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর ড. আব্দুল বারী প্রমুখ। ফিতা কেটে অর্কিড ডিজিটাল লার্নিং পয়েন্ট’র শুভ উদ্বোধন করেন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অর্কিড ডিজিটাল লার্নিং পয়েন্ট’র শিক্ষক হাফিজুর রহমান।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …