অভয়নগর প্রতিনিধি : অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে ভাটপাড়া বাজার হইতে ভাটপাড়া তদন্তকেন্দ্র হয়ে ঐতিহ্যবাহি এগার শিব মন্দির পর্যন্ত গাজী মুজিবরের বাড়ি হইতে নওশের আলীর বাড়ি পর্যন্ত এবং পিপিবি স্কুল হইতে ভুগিলহাট ঋষিবাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে ভাটপাড়া বাজার হইতে এগার শিব মন্দির পর্যন্ত রাস্তায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভাটপাড়া বাজারের মধ্যে রাস্তায় বেশি বালি দেয়ার কারণে রাস্তা অপেক্ষা অধিকাংশ দোকান নিচু হয়ে যাবে এবং বৃষ্টির সময় ঘরে পানি ঢুকবে বলে অধিকাংশ দোকানদার জানান। তাছাড়া যেখানে বর্ষার সময় পানি রাস্তার উপরে উঠে যায় সেখানে উচু করার কথা বললেও তা করা হচ্ছেনা। রাস্তায় প্রায় দেড় থেকে দুই ফুট বালি দেয়া হয়েছে। ইটের খোয়া খুবই কম দেয়া হচ্ছে বলে এলাকাবাসী এ প্রতিবেদককে অভিযোগ করেন। এলাকাবাসীর বাধার মুখে কাজ বন্দ করে দেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। কাজের সিডিউলের বিবরণ সম্বলিত একটি সাইনবোর্ড দেয়ার নিয়ম থাকলেও তা দেয়া হয়নি। এ বিষয়ে কন্ট্রাকটর আব্দুর রউফের কাছে জানতে চাইলে তিনি বলেন সিডিউলে সাইনবোর্ড দিতে হবে কিনা তা আমার জানা নেই। বালি ১০ ইঞ্চি দেয়ার কথা ও খোয়ার বিষয়ে জানতে চাইলে বিষয়টা কৌশলে এড়িয়ে যান এবং খোয়া ও বালির অনুপাত সমান হবে বলে জানান।কিন্তু বাস্তবে দেখা যায় খোয়ার থেকে বালির পরিমান তিনগুন থেকে চারগুণ লক্ষ্য করা যায়। সিডিউলের ব্যাপারে উপজেলা প্রকৌশলী কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কিছুই বলতে পারেননি। অফিসে আসলে দেখে সিডিউল জানাতে পারব বলে এ প্রতিবেদককে জানান। তাছাড়া কাজটি তদারকি করার জন্য কোনো প্রকৌশলীকে এলাকাবাসী দেখতে পায়নি বলেও জানান। যথাযথ কতৃপক্ষের কাছে এলাকাবাসী রাস্তার কাজ যথানিয়মে ও সঠিকভাবে কাজ করার জন্য আবেদন জানিয়েছেন।