ক্রাইমবার্তা রিপোর্ট:ঢাকা: আইনজীবীদের ভুলের কারণে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া কারাগারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, আইনজীবীর ভুলের কারণে খালেদা জিয়া কারাগারে। অন্য মামলায় গ্রেফতারি তামিল করা হবে কিনা সেটা বিচার বিভাগের বিষয়।
এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ১৩ মার্চ পর্যন্ত বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। একই সঙ্গে ওইদিন তাকে সশরীরে আদালতে হাজিরের আবেদনের বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়। কারাগারে থাকায় জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় বেগম জিয়াকে আদালতে হাজির করা যায়নি।
আইনমন্ত্রী গত ২৫ ফেব্র“য়ার একটি অনুষ্ঠানে বলেন- ‘ওনারা (বিএনপি নেতারা) কী বললেন, তাতে আমাদের কিছু আসে যায় না। ব্যাপারটা হচ্ছে আমরা আইনের কোনো ব্যত্যয় ঘটাচ্ছি কি-না!’
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …