বাংলাদেশ মহিলা আ.লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

ক্রাইমবার্তা রিপোর্ট: বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনাসভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।2018-02-27_130710
পরে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শাহানা মহিদ বুলুর সভাপতিতে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।  জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জোস্নাআরার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, প্রচার সম্পাদক হারুনার রশিদ প্রমুখ। প্রধান অতিথি এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে আনতে নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান। আলোচনাসভা শেষে সেখানে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।