ফরাসি কাপের সেমিফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গতকাল কোয়ার্টার ফাইনালে অ্যাঙ্কেল ডি মারিয়ার জোড়া গোলে অলিম্পিক মার্সেইকে ৩-০ গোলে হারায় তারা। এর আগের ম্যাচেও এ দলের বিপক্ষে একই ব্যবধানে জয় পায় পিএসজি। কিন্তু এ ম্যাচে ইনজুরির শিকার হন পিএসজির আরেক তারকা খেলোয়াড় কাইলিয়ান এমবাপ্পে। প্রথামার্ধের যোগ করা সময়ে ইনজুরির শিকার হন এ ফরাসি ফরোয়ার্ড। তবে আসন্ন চ্যাম্পিয়নস লীগের শেষ ষোল’র ফিরতি লেগের ম্যাচে তার খেলা নিয়ে আশঙ্কা রয়েছে বলে জানা যায়।
লীগ ওয়ানে এর আগের ম্যাচে একই দলের বিপক্ষে ইনজুরির শিকার হন দলের বড় তারকা নেইমার। অবশ্য চ্যাম্পিয়নস লীগে ফিরতি লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নেইমারের খেলতে না পারার খবরটা আগেই আগেই নিশ্চিত করেছে পিএসজি। বুধবার ঘরের মাঠে আগের ম্যাচে খেলা দলের আটজনকে বাইরে রেখে পিএসজির সেরা একাদশ সাজান কোচ উনাই এমেরি। এদিন প্রথমার্ধের যোগ করা সময়ে ডেক্সলারের পাস থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন ডি মারিয়া। পরে দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। পরে ম্যাচের ৮১তম মিনিটে দলের শেষ গোলটি করে উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি।