নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে চ্যালেঞ্জ দিয়ে গ্রামীন আনন্দ মেলার নামে অশ্লীল নাচ, র্যাফেল ড্র, জুয়াসহ মাসব্যাপী অসামাজিক কার্যকলাপের আয়োজন করার প্রতিবাদে বৃহস্পতিবার এলাকাবাসীর বিক্ষোভ সামবেশ করা পর বিলেকে মেলার জন্য তৈরি করা অফিস ঘর সহ বিভিন্ন সামগ্রী পুড়িয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গুরুদাসপুর পৌর এলাকার চাঁচকৈড় বাজারে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে এলাকাবাসী নাটোর জেলা প্রশাসক ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি দেন। বিকেল ৪টায় স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুসের নির্দেশে ছাত্রলীগের শামসুল হক, আকরামুল হক, পলাশ সরকার, আনোয়ার হোসেন, সাবলুর রহমান, আবু তাহের উপস্থিত থেকে জুয়ার বাশঁ খুটি ও আসবাবপত্র পুড়িয়ে দেন। স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস জানান, এলাকার ক্ষতি হয় এমন কোন কাজ কোন ভাবেই হতে দেওয়া হবে না। এখন ছাত্রলীগের ছেলেদের দিয়ে জুয়ার আসর পুড়িয়ে দেওয়া হয়েছে দরকার হলে আগামীতে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সকল সংগঠন মাঠে নামবে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …