খলিশখালী ইউনিয়নের মঙ্গলানন্দ কাটী গ্রামের লিমন শেখের ছেলে তানভীর(৪),অাব্দুস সামাদ বিশ্বাসের ছেলে অামির হোসেন(৬),শাহজান বিশ্বাসের ছেলে অাকাশ (৬),এবং অানিচুর রহমানের ছেলে সাকিব অাল হাসান(৫) কে অাজ সকাল সাড়ে ৯টা থেকে সুন্নতে খতনা করানো হয়। ইসলাম ধর্মীয় রীতিনুযায়ী হাজাম দ্বারা এখতনা করানো হয়। এর অাগে গ্রামরীতিনুযায়ী গোসল করানো,গালে খীর দেয়া সহ অনেক রীতি পালন করানো হয়।
Check Also
সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।
স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …