সাতক্ষীরার মানুষকে বাঁচাতে প্রাণ সায়ের খালের সৌন্দর্য বর্ধন করে প্রাণ সায়ের খালটিকে রক্ষা করতে হবে
আব্দুর রহিম : সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী শহরের মাঝখান দিয়ে প্রবাহিত প্রাণ সায়ের খালের সৌন্দর্য বর্ধন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রাণ সায়ের খালের সৌন্দর্য বর্ধন কর্মসুচির উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘ প্রাণ সায়ের খালের সৌন্দর্য বর্ধন শুধু সাতক্ষীরাবাসীর দাবী নয়। এটা আমার অঙ্গিকার ও প্রাণের দাবী। আমি এই দাবী পূরণে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আমি একটি সুন্দর পরিবেশ, নান্দনিক সন্ত্রাস ও জঙ্গি মুক্ত সকলের আবাস যোগ্য সাতক্ষীরার স্বপ্ন দেখি। সাতক্ষীরার মানুষকে বাঁচাতে প্রাণ সায়ের খালের সৌন্দর্য বর্ধন করে প্রাণ সায়ের খালটিকে রক্ষা করতে হবে। সাতক্ষীরার মানুষকে বাঁচাতে খালটিকে বাঁচাতে ৩০ লক্ষ ৬২ হাজার টাকা ব্যয়ে খালের পশ্চিম পাশে সৌন্দর্য বর্ধনে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।’ সাতক্ষীরা প্রাণ সায়ের খালের সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেশ মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন।
প্রাথমিক ভাবে শহরের পাকাপোল থেকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ^বর্তী ব্রিজ পর্যন্ত শহরের মাঝখান দিয়ে প্রবাহিত প্রাণ সায়ের দুই ধারের খালের ৩শ’ ৯৬ মিটার এলাকা জুড়ে সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি শেষ হলে শহরের মানুষ সকাল বিকেল একটু প্রশান্তি পাবে এবং এই এলাকায় নান্দনিক পার্কের আদলে গড়ে তোলা হবে। চলতি বছর এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, কাজী ফিরোজ হাসান, শফিকুল আলম বাবু, শাহিনুর রহমান শাহিন, মহিলা কাউন্সিলর জ্যোৎন্সা আরা, ফারহা দিবা খান সাথি, অনিমা রাণী মন্ডল, পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ^াস ও সহকারি প্রকৌশলী কামরুল আকতারসহ পৌরসভার কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা-সাগর।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …