শহর প্রতিনিধি:
হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট লেখক ড. জাফর ইকবলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন শহরে বিক্ষোপ মিছিল ও সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করে।
মানবন্ধনে জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের আহবায়ক শরিফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেমক্লাবের সভাপতি আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সংগঠনের যুগ্ম আহবায়ক অধ্যাপক আকবর হোসেন রাজু, মাসুদুর রহমান, রাশেদ হোসেন, আলি আকবর প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আমিনা বিলকিস ময়ন।
বক্তরা বলেন, ড. জাফর ইকবলের উপর হামলা কলে সন্ত্রাসীরা মুক্ত চিন্তার উপর হাত দিয়েছে। সন্ত্রাসীরা একের পর এক লেখক বুদ্ধিজীবীদের উপর হামলা করে কণ্ঠ রোধ করতে চেয়ে