স্পোর্টস রিপোর্টার : ফুটবল, ক্রিকেট, হকির আদলে প্রথমবারের মত শ্যুটিংয়ে চালু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ। ইউরোপের বিভিন্ন দেশে এই লিগ চালু থাকলেও এশিয়া অঞ্চলে বাংলাদেশই প্রথম আয়োজন করতে যাচ্ছে লিগের। আগামী ১-৫ মে গুলশান শুটিং কমপ্লেক্সে অনুষ্টিত হবে আসরটি। ফেডারেশনের সাধারন সম্পাদক ইন্তেখাবুল হামিদ জানালেন,প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ঢাকায় আসবেন অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা। ছয়টি দল নিয়ে হবে প্রিমিয়ার শুটিং লিগ। করপোরেট প্রতিষ্ঠানগুলোকে দল কেনার জন্য আমন্ত্রণ জানাবে ফেডারেশন। ১০ মিটার এয়ার রাইফেল ও ১০ মিটার এয়ার পিস্তল দুটি ইভেন্টে হবে প্রতিযোগিতা। পুরুষ ও মহিলা শুটার নিয়ে গড়া দলে শুধু মিশ্র ইভেন্ট হবে। প্রতিটি দলে অংশ নেবেন পাঁচজন করে শুটার। একজন বিদেশি শ্যুটার অংশ নিতে পারবে দলগুলোতে।শুটার বাছাইয়ে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপের র্যাংকিংয়ের সেরা ছয়জনকে ধরা হয়েছে ‘এ’ ক্যাটাগরির শুটার। পরের ছয় শুটার ‘বি’ ক্যাটাগরিতে।
বাকিরা ‘সি’ ক্যাটাগরির শুটার। প্রতিটি দলে দেওয়া হবে একজন ‘এ’ ক্যাটাগরির শুটারকে। তাঁদের একটা নূন্যতম ভিত্তিমূল্য ধরা হবে। ওই সেরা ছয়জনকে নিয়ে লিগ শুরুর আগে আরেকটি বাছাইপর্ব হবে। সেখান থেকে সর্বোচ্চ স্কোরের শুটার পাবেন সর্বোচ্চ দাম। অনেকটা ক্রিকেট বিপিএলের আদলে হলেও শুধু ক্রিকেটারদের মতো নিলামের বিষয়টি থাকছে না। টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে শুটিং লিগ।