ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে এবং জেলার ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত রাখতে ৩ লক্ষ টাকার অনুদান দিয়েছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান চায়না বাংলা। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের হাতে জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে ২ লক্ষ টাকা এবং চায়না বাংলা দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য পৃষ্ঠপোষক হিসেবে ১ লক্ষ টাকার চেক তুলে দেন চায়না বাংলা’র স্বত্বাধিকারী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান। অনুদানের চেক গ্রহনকালে বিদায়ী জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, ‘সাতক্ষীরা জেলার ক্রীড়াবিদরা ক্রীড়াঙ্গণে বিশে^র দরবারে এ জেলার সুনাম বয়ে এনেছে। জেলার ক্রীড়াঙ্গণের উন্নয়নে চায়না বাংলা তার সহযোগিতার হাত সব সময় বাড়িয়ে দিয়েছে। আমি চায়না বাংলার সফলতা কামনা করি। তাদের সহযোগিতা জেলার ক্রীড়াঙ্গণ আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ^াস করি। এ জেলার মানুষ অত্যন্ত ভাল। এ জেলার মানুষের ভালবাসা আমি চিরদিন মনে রাখবো।’ এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, কুলিয়া ইউপি চেয়ারম্যান এমাদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান।
##