স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বলেছেন ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন। বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষন ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভ করেছে। ৭ই মার্চের ভাষন বাঙ্গালী জাতির মাঝে স্বাধীনতার ঝড় তুলে। তার পর শুরু হয় দেশ স্বাধীনের সংগ্রাম। পরবর্তিতে ঝাপিয়ে পড়ে ছিলেন পূর্ব পাকিস্তানের ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, সহ সকল শ্রেনী পেশার মানুষ। তাদের রক্তের ও সংগ্রামের ফসল স্বাধীন বাংলাদেশ। গতকাল বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে সাতক্ষীরা জেলা আ’লীগের উদ্যোগে আয়োজিত ৭ মার্চের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রিফাত আমিন, প্রাক্তন এমপি ডা মোকলেছুর রহমান, জেলা আ’লীগ যুগ্ম সাধারন সম্পাদক প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব এসএম শওকাত হোসেন, সাধারন সম্পাদক মোঃ শাহাজান আলী, পৌর আ’লীগ সভাপতি মোহাম্মাদ আবু সাঈদ, সাধারন সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল ইসলাম রেজ, সাধারন সম্পাদক সৈয়দ সাদেকুর রহমান, সহ জেলা আ’লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আ’লীগের দপ্তর সম্পদক শেখ হারুন উর রশিদ।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …