স্টাফ রিপোর্টার : সাতক্ষীর পৌর দীঘীর সৌন্দর্যময় ও সীমানা প্রাচীর নির্মান কাজ উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ১০টায় পৌর দীঘীর পাড়ে নির্মান কাজ উদ্বোধন করেন পৌর মেয়র তসকিন আহমেদ চিশতী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চার নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সংরক্ষিত কাউন্সিলর অনিম রানী মন্ডল, ও ফারহা দিবা খান সাথী, পৌর সভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, নগর পরিকল্পনা বীদ শুভ্রচন্দন মহলী, নাজমুল আরফিন মিন্টু, শেখ খায়রুল ইসলাম, বাচ্চু, ব্যবসায়ী বাবু, ব্যবসায়ী নানু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উলেখ্য ১৫ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি কলমও নির্মান করা হবে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …